সেনাবাহিনীর চাকরির পরীক্ষা দিতে যাওয়া হলো না দুই যুবকের। পথিমধ্যেই সড়ক দুর্ঘটনায় লাশ হলেন তারা। পরিবারের বাবা মা’র স্বপ্ন নিভে গেল সড়কে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর ৬ টা ৩০ মিনিটের দিকে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কের টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধনবাড়ী পৌরসভার নলহরা তেহিস্যা বটতলা এলাকায় পিকআপ ও মোটর সাইকেল সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালকসহ এক আরোহী ও পিকআপ ভ্যানের চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এতে মোটরসাইকেলে থাকা আরো এক আরোহী গুরুতর আহত হন।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি এস এম শহিদুল্লাহ জানান, বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর ৬ টা ৩০ মিনিটের দিকে মোটরসাইকেল যোগে তারা জামালপুরের মেলান্দহ থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরির পরীক্ষা দিতে টাঙ্গাইলের ঘাটাইল শহিদ সালাহ উদ্দিন সেনানিবাসে যাচ্ছিলেন। ধনবাড়ীর নলহরা বটতলা এলাকায় পৌঁছলে অপর দিক থেকে জামালপুরগামী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকসহ এক আরোহী ও পিকআপ ভ্যানের চালকের মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলে থাকা আরোও এক আরোহী গুরুতর আহত হন। খবর পাওয়া মাত্রই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। আহত ব্যক্তিকে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নিহতরা হলেন-জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৫ নং চরের জিন্নাত আলীর ছেলে আল আমিন(৩০), চরপালিশা গ্রামের আমিনুলের ছেলে স্বপন মিয়া (৩৫) ও জামালপুর সদরের হাসিল মানিক বাড়ি এলাকার মৃত নূর ইসলামের ছেলে জুয়েল (৩২) এবং আহত সানী (১৮) ময়মনসিংহ সদর উপজেলার পান্ডাপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে।
কেকে/এআর