ঢাকা থেকে চিত্রা ট্রেনে যশোরে যাওয়ার পথে মরিয়ম (৪) নামের একটি মেয়ে শিশু গত ২২ জুলাই ২০২৫ হারিয়ে যায়। মেয়েটিকে খুঁজে পেতে সিরাজগঞ্জ বাজার থানায় সাধারণ ডায়েরি করেছে তার বাবা।
জানা যায়, যশোরের কোতোয়ালি থানার উত্তর মধ্যপাড়া ইউনিয়নের পূর্ব বারান্দি নাথপাড়ার রনি বিশ্বাসের স্ত্রী মৌসুমি আক্তার ও হারিয়ে যাওয়া মেয়ে মরিয়ম ঢাকা থেকে চিত্রা ট্রেনের ‘জ’ বগিতে যশোরে যাওয়ার পথে ২২ জুলাই রাত আনুমানিক ১ টার সময় উল্লাপাড়া স্টেশন পার হলে মৌসুমী আক্তার ও মরিয়ম ঘুমিয়ে পড়ে। পরে ঘুম থেকে উঠে খুলনা স্টেশনে মেয়েকে পুরো ট্রেনে খুঁজে পান নি।
নিখোঁজ মরিয়ম
হারানো মেয়েটির বিবরণ:
মেয়েটির নাম মরিয়ম, বয়স ৪ বছর। গায়ের রং শ্যামলা কালো, শারীরিক গঠন হালকা পাতলা। পায়ে ও পিঠে অ্যালার্জির দাগ রয়েছে। হারিয়ে যাওয়ার সময় তার পড়নে একটি হাফ প্যান্ট ও তার মায়ের একটি ওড়না ছিল। কেউ যদি তার সন্ধান পেয়ে থাকেন, তবে অনুগ্রহ করে তার পিতার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ।