সিরাজগঞ্জের তাড়াশে পানিতে ডুবে হামিদা খাতুন (১৮) নামে এক প্রতিবন্ধী কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নলুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আব্দুল হামিদের মেয়ে ও দোবিলা অটিস্টিক স্কুলের ছাত্রী।
মাগুরা বিনোদ ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক মাসুদ রানা পরিবারের বরাতে জানান, কিশোরী হামিদ খাতুন শারীরিক প্রতিবন্ধী। তিনি সকালে বাড়ির পাশে ছাগল দিতে গিয়ে ডোবায় পড়ে নিখোঁজ হন।
পরিবারের লোকজন তাকে না পেয়ে বাড়ির পাশে ডোবায় ভাসতে দেখেন। এ সময় কিশোরী হামিদা খাতুনকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কেকে/এএস