বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলার ভৈরবে অনুষ্ঠিত হলো তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে এক প্রেরণামূলক মতবিনিময় সভা।
সোমবার (৪ আগস্ট) সকাল ১১টায় ভৈরবের ঐতিহ্যবাহী জিল্লুর রহমান পৌর মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতারা।
সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাছের সুমন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়সার। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, যুগ্ম-সাধারণ সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ, সহ-সাধারণ সম্পাদক মরতুজা বশির আপেল, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন সাবু, সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ পলাশ, সহ-ধর্মবিষয়ক সম্পাদক হাজী মোকারম হোসেন ও অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সভায় আরো উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের আহ্বায়কবৃন্দ, যুব নেতৃত্বের ভবিষ্যৎ সম্ভাবনাময় কর্মীসহ অসংখ্য তৃণমূল সংগঠক।
সভায় সভাপতিত্বের বক্তব্যে কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাছের সুমন বলেন, ‘সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে কেউ যেন ব্যক্তিগত বা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত না হন। তৃণমূলের প্রতিটি কর্মীকে রাজনৈতিক সহনশীলতা, জনসম্পৃক্ততা এবং জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।’
অনন্য বক্তারা আরো বলেন, ‘আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের আহ্বানে উদ্বুদ্ধ হয়ে ত্যাগ-তিতিক্ষায় গড়া তৃণমূলের সৈনিকরাই নতুন বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে। চব্বিশের গণঅভ্যুত্থানের গৌরবময় চেতনা ধারণ করে একটি শোষণ ও বৈষম্যমুক্ত রাষ্ট্রব্যবস্থা গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে।’
সভাটি ছিল কেবল মতবিনিময় নয়, বরং কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি তৃণমূলের গভীর আস্থা ও রাজনৈতিক দায়িত্বশীলতার এক অনন্য প্রকাশ।
কেকে/ এমএস