রাউজানে স্ত্রীর সঙ্গে অভিমান করে মো. মিন্টু মিয়া নামে ৪০ বছর বয়সী এক ব্যক্তি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।
সোমবার (৪ আগস্ট) রাত দেড়টায় রাউজান পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের একটি কলোনীর ভাড়াবাসা থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় দরজা ভেঙে লাশটি উদ্ধার করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া।
আত্মহননকারী মিন্টু মিয়া নেত্রকোনা সদরের কারলী এলাকার মো. আবু সাহেদের ছেলে।
তার পরিবারের সদস্য ও পুলিশ জানায়, গত এক মাস আগে দেশে ফিরেছিলেন মিন্টু মিয়ার ওমান প্রবাসী স্ত্রী ঝিনু আকতার। দেশে ফিরে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন ঝিনু। স্ত্রীর পরকীয়ার বিষয়ে জানার পর থেকে পারিবারিক কলহ চলে আসছিল। সোমবার রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় মিন্টুর। এসময় নিজের মোবাইল ফোন ভেঙে ফেলেন মিন্টু।
এরপর তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। এসময় স্ত্রী সন্তানেরা একই কলোনীর পাশের মিন্টুর শ্বশুর আবুল কাশেমের ভাড়া বাসায় ছিলেন। বাবা ঝুলে থাকার দৃশ্য দেখতে পান কিশোরী মেয়ে মোনালিসা। তার চিৎকারে এলাকার লোকজন ছুটে যান। ঘরের ভেতর থেকে দরজা বন্ধ থাকায় ফায়ার সার্ভিস ও রাউজান থানায় খবর দেন স্থানীয়রা।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়াসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাউজান ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় দরজা ভেঙে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কেকে/এজে