ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ফার্মেসি বিভাগ আয়োজিত ‘ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মুট কোর্টে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন, অ্যারিস্টোফার্মা লিমিটেডের সিনিয়র ম্যানেজার (প্রোডাকশন) আনাস ইবনে আজিজ এবং এসকায়েফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজার (প্ল্যান্ট এইচআর) মো. নাজরুল ইসলাম।
সেমিনারে বক্তারা দেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির বর্তমান প্রবণতা, কর্মসংস্থানের সুযোগ এবং চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। তারা শিক্ষার্থীদের জন্য শিল্পে ক্যারিয়ার গড়ার নানা দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. জাহিদুল ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর ড. গণেশ চন্দ্র সাহা, ফার্মেসি বিভাগের চেয়ারম্যানসহ শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
কেকে/ এমএস