ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিরাপদ ক্যাম্পাস, অনিয়ম ও দুর্ভোগ প্রতিরোধ, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্তসহ ক্যাম্পাস সংস্কারের নানা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির, ইবি শাখা।
শনিবার (২ আগস্ট) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে একটি মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
মিছিলে শিক্ষার্থীরা, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’; ‘ইসলামী ছাত্রশিবির, জিন্দাবাদ জিন্দাবাদ’; ‘অনলাইন পেমেন্ট চালু কর, ভোগান্তি দূর কর’; ‘কর্মকর্তা জমিদার, লাঞ্চ করতে দিন পার’ ইত্যাদি স্লোগান দেন ।
শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে অনলাইন পেমেন্ট চালু করে ভোগান্তি কমানো, শিক্ষার্থীদের ওপর অযাচিত প্রশাসনিক চাপ বন্ধ করা, সাজিদ হত্যার সুষ্ঠু তদন্ত, গবেষণায় বরাদ্দ বৃদ্ধি করা, চিকিৎসা কেন্দ্র শতভাগ সংস্কার করা, অতি দ্রুত ইকসু গঠন করা এবং ডাইনিং ও খাবার ব্যবস্থায় স্বচ্ছতা আনা।
সমাবেশে ইবি ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, শিক্ষার্থীদের সত্ত্বা বিসর্জন দিয়ে, প্রশাসনকে কোনো সহযোগিতা হতে পারে না। আইনের দোহাই দিয়ে আপনারা ইকসু গঠনের কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। অথচ স্বাধীনতার অনেক পরে প্রতিষ্ঠিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ গঠনের পদক্ষেপ নিয়েছে। আপনারা যদি শিক্ষার্থীদের জন্য কাজ করেন তাহলে তারাই আপনাদের চেয়ারে রাখবে নাহয় শেখ হাসিনার মতো টেনে চেয়ার থেকে নামিয়ে ছাড়বে। আপনারা বলছেন আপনারা সেশনজট নিয়ে কাজ করেছেন অথচ ইবিতে এমন ডিপার্টমেন্ট ও আছে যেখানে মাত্র দুজন শিক্ষক আছেন। শিক্ষক নিয়োগের বিষয়টিও এখনো দৃশ্যমান হয়নি।
তিনি আরো বলেন, ‘আমাদের ফ্যাসিবাদের আমলের সবচেয়ে বড় বলি হয়ে দাঁড়িয়েছিলো আমাদের ওয়ালিওল্লাহ এবং আল মোকাদ্দাস ভাই। অথচ প্রশাসন এই দুই ভাইয়ের পরিবারের কোনো খোঁজ নেননি। আমরা যতটুকু দাবি নিয়ে গেছি তখন হয়তো দায়সারা কিছু কাজ দেখিয়েছেন। আমি আপনাদের কাছে আহ্বান করছি সাজিদ হত্যার সুষ্ঠু তদন্ত করুন এবং সেটার সঠিক বিচার করুন। যদি সুষ্ঠ তদন্ত করতে না পারেন তবে শিক্ষার্থীরা মাঠে নামবে এবং তদন্ত নিশ্চিত করে ছাড়বে ইনশাআল্লাহ।’
কেকে/ এমএস