ফরিদপুরের সালথায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহীন আলমকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২ আগস্ট) ভোররাতে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাহীন ভাবুকদিয়া গ্রামের মো. হায়দার মোল্যার ছেলে ও সালথা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহীনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কেকে/এআর