জামায়াতে ইসলামী এ দেশের স্বাধীনতা চায়নি। তারা বাংলাদেশের স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও একুশে ফেব্রুয়ারি পালন করে না। যারা স্বাধীনতা আজও বিশ্বাস করে না, তাদের ভোট চাওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন।
শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় পর বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী মহিলাদের গ্রামে পাঠিয়ে বলে তাদেরকে ভোট দিলে জান্নাতে যাবে। তারা ইসলামের নামে মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে। জান্নাতে কে যাবে তা জানেন একমাত্র আল্লাহ।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আমিরুজ্জামান আমীর, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক মো. কামরুল হুদা প্রমুখ।
কেকে/এআর