সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
দেশজুড়ে
কাপাসিয়ায় ময়লা অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৮:০৬ এএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় সড়কে ময়লার স্তূপ অপসারণ ও ময়লা ফেলা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (২ আগস্ট) সকাল ১১টায় কাপাসিয়া বাজার সংলগ্ন কাপাসিয়া-গাজীপুর সড়কের সিএনজি স্ট্যান্ডের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, "সড়কে দীর্ঘদিন ধরে ময়লা ফেলা হচ্ছে। এর ফলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে চারপাশে। এলাকাবাসী চরমভাবে অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই আমরা বাধ্য হয়ে মানববন্ধনের আয়োজন করেছি।"

স্থানীয় বাসিন্দা হারুন অর রশিদ জানান, "গত দুই বছর ধরে জমে থাকা ময়লা অপসারণে উপজেলা প্রশাসনের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি।"

রফিকুল ইসলাম বলেন, "বারবার চেষ্টার পরও ময়লা পরিষ্কারে সফল হতে পারিনি। তাই প্রশাসনের সহযোগিতা চাইছি।"

স্থানীয় ব্যবসায়ী ফারুক হোসেন ও রেহান উদ্দিন খান বলেন, "ময়লার কারণে পরিবেশে নানা রকম জীবাণুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে শিশু ও বৃদ্ধরা নানা রোগে আক্রান্ত হচ্ছেন। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে।"

ইলেকট্রিক ব্যবসায়ী মোহাম্মদ শহীদুল্লাহ (৫০) বলেন, "আমার দোকানের পাশেই ময়লার স্তূপ। দুর্গন্ধে ক্রেতারা আসতে চান না। আমি হার্টের রোগী, এই দুর্গন্ধে দোকানে বসে থাকাও কষ্টকর। ব্যবসা ও আয়-রোজগার দুটোই ক্ষতিগ্রস্ত হচ্ছে।"

এলাকাবাসী বাবুল হোসেন ও মাহবুব আলম বলেন, "আমরা একাধিকবার উদ্যোগ নিয়েও ময়লা সরাতে পারিনি। যদি উপজেলা প্রশাসন এগিয়ে আসতো, তাহলে দুর্ভোগ কমতো।"

একই এলাকার বাসিন্দা শাহজাহান বেপারি (৪৫) জানান, "চারপাশে এমন দুর্গন্ধ ছড়ায় যে পরিবার নিয়ে বাস করাটাই কঠিন হয়ে গেছে।"

স্থানীয় সূত্রে জানা যায়, কাপাসিয়া বাজার সংলগ্ন পাবুর রাস্তায় অবস্থিত ময়লার স্তূপের কারণে স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ময়লা অপসারণে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও স্থায়ী সমাধানের দাবি জানান।

কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ইউএনও তামান্না তাসনীম বলেন, এ বিষয়ে আমি ব্যবস্থা গ্রহণ করবো।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ধর্মের অপব্যবহার বাড়ছে
পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপির কর্মী সভা
বাড়ছে লাশের মিছিল
চুয়াডাঙ্গায় বিষাক্ত চোলাই মদ খেয়ে ৬ জনের মৃত্য
মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
পাল্লা বাজারে রক্তলাল শাপলার মনভোলানো সমাহার
মৌলভীবাজারে জামায়াত ও খেলাফত মজলিসের স্মারকলিপি

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close