মৌলভীবাজারে বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল গ্রামে ২০ফুট লম্বা এক অজগরকে পিটিয়ে হত্যা করেছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বোবারথল গ্রামে কয়েক দিন ধরে ৬টি ছাগল নিখোঁজ হয়। সবার ধারণা ছিল হয়তো ছাগলগুলো চুরি হয়েছে। বৃহস্পতিবার আবার আরো একটি ছাগলের নিখোঁজ হয়। পরে দেখা যায়, বিশাল এক অজগর ছাগলটি গিলে খাচ্ছে। তখন সবাই বলতে থাকে, এই অজগরই সব ছাগল খেয়েছে। এরপর এলাকার সবাই দেশীয় অস্ত্র নিয়ে সাপটি পিটিয়ে মেরে ফেলেন।
মেরে ফেলা অজগরটি প্রায় ২০ ফুট লম্বা বলে জানিয়েছেন এলাকাবাসী। মৃত ওই সাপের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, কয়েকজন অজগর সাপটি পিটিয়ে মারছেন। কেউ কেউ দাঁড়িয়ে মৃত সাপটি দেখছেন। এর পাশে একটি মৃত ছাগলও রয়েছে।
দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, সাপটি একে একে ৭ নম্বর ছাগল খাওয়ার সময় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে মেরে ফেলেছেন।
এ বিষয়ে বন বিভাগের বড়লেখা রেঞ্জের সহকারী রেঞ্জার রবিন্দ্র কুমার সিংহ বলেন, বিষয়টি শুক্রবার শুনেছি। বোবারথল এলাকাটি দুর্গম হওয়ায় হওয়ায় মোবাইলের নেটওয়ার্ক না থাকায় খোঁজ নিতে পারছি না। তবে চেষ্টা করছি বিষয়টি জানার।
কেকে/ এমএস