চব্বিশের জুলাই—আগস্ট অভ্যুত্থানের রক্তের ইতিহাস ভুলে গেলে চলবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১ আগস্ট) উত্তরার আজমপুরে জুলাই অভ্যুত্থানে নিহত শহিদদের স্মরণে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
দীর্ঘ ১৮ মিনিটের বক্তব্যে তিনি আরো বলেন, যাদের আত্মত্যাগ ও জীবনের বিনিময়ে আমরা এই স্বাধীনতা উপভোগ করছি তাদের ভুলে গেলে চলবে না। আজকে আমাদের এখানে উপস্থিত আছেন শহিদ জাফরের মা, শহিদ মীর মুগ্ধের বাবাসহ আরো অনেক শহিদ পরিবারের লোকজন। স্লোগান দিয়ে নেতাকে খুশি করা নয় বরং এই স্বাধীনতা রক্ষা করাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন আগামী ২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিতে চাই। মানুষের ভালোবাসা অর্জন করতে হবে, তারেক রহমানের ৩১ দফা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তাদেরকে বোঝাতে হবে আমরা আসলে কি চাই।
ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক সাবেক ফুটবলার মো. আমিনুল হকের সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, ঢাকা মহানগর
উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর,
ফেরদৌসী আহমেদ মিষ্টি। ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন
জুয়েল, সদস্য সচিব সাজ্জাদ মিরাজ, যুগ্ম আহ্বায়ক শিমুল আহমেদ।
স্বেচ্ছাসেবক দলের উত্তর এর সভাপতি শেখ ফরিদ হোসেনসহ ঢাকা মহানগর উত্তরের
বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
কেকে/ এমএস