কুমিল্লা দক্ষিণ জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতিকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১ আগস্ট) বিকালে ওই ছাত্রলীগ সভাপতিকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে এই দিন ভোরে ফেনীর মহিপাল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ছাত্রলীগের সভাপতির নাম মিনহাদুল হাসান রাফি। তার বিরুদ্ধে কুমিল্লার কোতোয়ালি থানায় দুটি, সদর দক্ষিণ থানায় একটি ও বুড়িচং থানায় একটিসহ মোট চারটি মামলা রয়েছে। এছাড়াও একটি হত্যা মামলাসহ সকল মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ শুক্রবার বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাফির বিরুদ্ধে মিনহাদুল হাসান রাফি গতকাল কলকাতা থেকে গোপনে কুমিল্লা এসেছিলেন। পরে তিনি ফেনীর মহিপালে আত্মগোপন থাকেন। কুমিল্লা ডিবি পুলিশ স্থানীয় পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে।
এদিকে খোঁজখবর নিয়ে জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর থেকে রাফি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে সংগঠিত করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় অতর্কিত মিছিল বের করে অস্থিরতা সৃষ্টির অভিযোগ আছে তার বিরুদ্ধে।
কেকে/এআর