নাটোরের বড়াইগ্রামে জমির মালিকানা দ্বন্দ্বে জামায়াত নেতাসহ তার ভাই ও বাবাকে মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) সকালে আহমেদপুর বাজারে এলাকাবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আহমেদপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি প্রভাষক ইয়াকুব আলী, জোয়াড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক জালাল উদ্দিন, জামায়াত নেতা আব্দুল মালেক, বিএনপি নেতা রেজাউল করিম ভূট্টু, জাতীয় নাগরিক পার্টির জেলা যুগ্ম সমন্বয়কারী হাফিজুর রহমান ময়না, গৃহবধূ আন্না বেগম ও আফরোজা বেগম ।
মানববন্ধনে বক্তারা বলেন, জোয়াড়ী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি রুহুল আমিনের পরিবারের সঙ্গে প্রতিপক্ষ নওপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম, কোরবান আলী, শাহ আলম ও মোতালেব হোসেনের ৬ শতাংশ জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এ ঘটনায় আদালতে মামলাও চলমান রয়েছে।
গত সোমবার এ বিষয়ে সালিশ বৈঠক হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বন্ধ হয়ে যায়। পরে রুহুল আমিনসহ তার পরিবারের সদস্যরা বিবাদমান জমিতে থাকা ১০টি দোকানে তালা মেরে দেন। পরে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে জামায়াত নেতা রুহুল আমিন, তার ভাই আজিম উদ্দিন, হায়দার আলী ও বাবা মজিবর রহমানকে আটক করে। পরে তাদের নামে প্রতিপক্ষ জাহাঙ্গীর আলম চাঁদাবাজির মামলা করলে পুলিশ তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
মূলত জমিসংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ্বে জামায়াত নেতাসহ তার দুই ভাই ও তার বাবাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। অবিলম্বে সঠিক তদন্তের মাধ্যমে মিথ্যা মামলা থেকে সবাইকে মুক্তির দাবি জানান বক্তারা।
কেকে/এএস