লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে জাকারিয়া (২৬) নামে এক মাদক ও গরু চোরাকারবারিকে আটক করেছে বিজিবি
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের ককোয়াবাড়ি এলাকায় তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধীনস্থ নাজিরগোমানী বিওপি সীমান্ত মেইন পিলার ৮৬৮/৩-এস এলাকা থেকে জাকারিয়া (২৬) কে আটক করেছে বিজিবি। তিনি মৃত আবুল হোসেনের ছেলে। তাকে আটকের পরে পাটগ্রাম থানায় সোপর্দ করেছে।
বিজিবি সূত্রে জানা যায় চোরাচালানের উদ্দেশ্য ওই যুবক সীমান্তের নিকটবর্তী গমন করায় তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির তথ্য মোতাবেক তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধীনস্থ শ্রীরামপুর বিওপি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ২টি গরু আটক করা হয়।
নাজিরগোমানি ৬১ বিজিবি ক্যাম্প সুবেদার জোবায়ের হোসেন বলেন, বিজিবি সীমান্তে কঠোর নজরদারির মাধ্যমে চোরাচালান প্রতিরোধসহ আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। রাতের আঁধারে অবৈধ সীমান্ত পারাপার, সীমান্তের শূন্য লাইনে ঘাস কাটা, গরু চরানো এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ ভূমিকা পালন করে আসছে। এতে স্থানীয় জনসাধারণ বিজিবিকে প্রয়োজন বলে মনে করেন।
কেকে/এএস