সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণে রুম্মান নামের এক টেকনিশিয়ান নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ২টায় এ ঘটনা ঘটে। নিহত রুম্মান আহমদ (২২) সিলেট বিমানবন্দর থানার টিলাপাড়া এলাকা বাসিন্দা।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে বোর্ডিং ব্রিজের চাকা বদলানো হচ্ছিল। ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন যখন চাকা খুলে নিচ্ছিল, শেষ দিকে হঠাৎ করে একটি চাকা বিস্ফোরিত হয়। এসময় দুই টেকনিশিয়ান আহত হন। আহত অবস্থায় রুম্মান আহমদকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, অপর আহত এনামুল হক (২৫) বিমানবন্দর থানার মহালদিগ গ্রামের বাসিন্দা।
হাফিজ আহমদ জানান, এটি একটি রুটিন কাজ। আমাদের চুক্তিবদ্ধ একটি প্রতিষ্ঠান এ কাজটি করার সময় হঠাৎ কোনো কারণে সৃষ্ট দুর্ঘটনায় দুইজন আহত হন। আহতদের তাৎক্ষনিক সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তবে রুম্মান আহমদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এবং ওসমানী মেডিকেল আইসিইউ না থাকায় তাকে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
তিনি আরো বলেন, এ দুর্ঘটনায় বিমানবন্দর কিংবা বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
কেকে/ এমএস