উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে আদিতমারীতে সৃষ্ট বন্যা দেখা দিয়েছে। বন্যার্ত ৯ শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জু্লাই) সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নে বন্যার্ত পরিবারের মাঝে ইউনিয়ন পরিষদ মাঠে ৭টি এলাকার ১ শত পরিবারের মাঝে শুকনা খাবার ও ৮ শত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ত্রাণ বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার, এ সময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, ট্যাগ অফিসার ইয়াছিন আলী,মহিষখোঁচা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আ. মজিদ ও ইউপি সদস্যরা।
কেকে/এএস