শনিবার, ২ আগস্ট ২০২৫,
১৮ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২ আগস্ট ২০২৫
শিরোনাম: ৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র      জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন      গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে      গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট      ৫ আগস্টের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ : তথ্য উপদেষ্টা      যুক্তরাষ্ট্রে নতুন সম্ভাবনার হাতছানি      শেখ হাসিনার ফেরার পরিকল্পনা বানচাল      
দেশজুড়ে
তিস্তায় বেড়েছে পানি, প্লাবিত নিম্নাঞ্চল
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৩:১৫ পিএম আপডেট: ৩০.০৭.২০২৫ ৩:২২ পিএম
তিস্তার পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত

তিস্তার পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত

উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা দেখা দিয়েছে। রাতে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীটির পানি বিপৎসীমার সাত সেন্টিমিটার (৫২দশমিক ২২সেন্টিমিটার) ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ব্যারাজের ৪৪টি জলকপাটের সবগুলো খুলে রাখা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকাল ৬টায় ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি কিছুটা কমে লেভেল পয়েন্টে নেমে পরে সকাল ৯টায় ৮ সে.মি নিচে প্রবাহিত হচ্ছে। রাতেই পানির তোড়ে রাতে হাতীবান্ধা উপজেলার ধুবনী এলাকার একটি কাঁচা রাস্তা ভেঙে গেছে। 

ব্যারাজ পয়েন্টে নদীর পানি কিছুটা কমলেও ব্যারাজের ভাটিতে থাকা হাতীবান্ধা উপজেলার সানিয়াজান,সিন্দুরনা,পাটিকাপাড়া,গড্ডিমারী,কালীগঞ্জ উপজেলার ভোটমারী,আদিতমারী উপজেলার মহিষখোচা ও সদর উপজেলার রাজপুর,খুনিয়াগাছ ও গোকুন্ডা ইউনিয়নের নদীতীরবতী নিম্নাঞ্চলগুলোর ১৫টি গ্রামের ৫হাজার পরিবার পানিবন্দি হয়েছে। ডুবে গেছে রাস্তাঘাট,ফসলি জমি ও ভেসে গেছে পুকুরের মাছ।

বিশেষ করে আমন বীজতলা বিভিন্ন অঞ্চলে ডুবে গেছে, ফলে আমন বীজের সংকট দেখা দিতে পারে। কিছু স্থানে সদ্যরোপণ করা আমন ধান ডুবে যাওয়ায় সেগুলো ও পচে নষ্ট হয়ে যেতে পারে। এতে কৃষকের ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে। 

এদিকে আদিতমারী উপজেলার তিস্তা তীরবর্তী এলাকায় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে ডুবে গেছে। রাস্তা ও স্কুল মাঠে হাঁটু পানি থাকায় শিক্ষক শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে। ফলে বন্ধ রয়েছে এসব প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম।   

গোবর্ধন এলাকার আব্দুস সাত্তার বলেন, হঠাৎ রাত্রে থেকে পানি বাড়তে শুরু করেছে। এলাকার রাস্তা ঘাট ও বাড়িতেও হাঁটু পানি উঠছে। রান্না করাসহ গবাদিপশু নিয়ে বিপাকে পড়ছি আমরা।
 
গোবর্ধন স্কুলের প্রধান শিক্ষক দিলীপ কুমার রায় বলেন, বন্যা আসলেই আমাদের স্কুলের মাঠে ও রাস্তায় হাঁটু পানি ও কোমর পানি পর্যন্ত উঠে যায়। এর ফলে আমরা স্কুলেই যেতে পারি না। শিক্ষার্থীরাও আসতে পারে না। ফলে স্কুলের কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। তাই আমরা চাই এই রাস্তা আরো যেন উঁচু করা হয়। 
 
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করেছে। নদী তীরবর্তী ধুবনি এলাকায় একটি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে পানি লোকালয়ে প্রবেশ করেছে। সকালে পানি কিছুটা কমেছে। তবে আগামী ২৪ ঘণ্টা পানির স্তর স্থিতিশীল থাকতে পারে এবং এরপর তা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

কেকে/এএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সালথায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন গ্রেফতার
৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র
বৈরী আবহাওয়ায় মাছ শিকারে যেতে পারছে না জেলেরা
জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন
শালিখায় বাড়ছে পাটকাঠির কদর

সর্বাধিক পঠিত

‘হেফাজতের সাথে বিএনপির কোনো রাজনৈতিক সম্পর্ক নাই’
‘শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান হয়নি’
সুলতানগঞ্জকে যদি বন্দর করা যায় তাহলে করা হবে: ড. এম সাখাওয়াত
‘কাঁচামিঠে ফলের ছড়া’ বইয়ের মোড়ক উন্মোচন
একমণ চালের দামেও মিলছে না এক কেজি ইলিশ

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close