লালমনিরহাটের হাতীবান্ধায় দইখাওয়া আদর্শ কলেজের উদ্যোগে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে কলেজ প্রাঙ্গণ থেকে এ বিষয়ে সচেতনতামূলক একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে কলেজ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক রকিব হায়দার। হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল মিয়া, সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) জয়ন্ত কুমার সেন, ওসি মাহমুদুন নবী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মোফাজ্জল হোসেন।
মুক্ত আলোচনা অংশ নেন, গোতামারী ডিএন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুনতাহা, কেয়া মনি, দইখাওয়া আদর্শ কলেজের শিক্ষার্থী এনামুল করিম প্রমুখ। মুক্ত আলোচনায় অংশ নিয়ে তারা, বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, তথ্য দাতাদের পরিচয় গোপন রাখার পাশাপাশি মাদক নির্মূলে আইনের যথাযথ প্রয়োগের বিষয়ে মতামত ব্যক্ত করেন।
জেলা প্রশাসক রকিব হায়দার তার প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিক্ষক, জনপ্রতিনিধি, ইমাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সুশীল সমাজ তারা তাদের দায়বদ্ধতা থেকে সামাজিক অবক্ষয় বাল্যবিবাহ ও মাদক নির্মূলে ভূমিকা রাখবে।
ক্ষুধা, নিদ্রা, ভয় যাদের থাকবে তারা আবুল কালাম আজাদ হতে পারবে না। এসব ত্যাগ করে সাহসের সঙ্গে সামাজিক অবক্ষয় রোধে ভূমিকা রাখবেন।
কেকে/এএস