বাহুবলে জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই-এই স্লোগানে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিতের দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. গিয়াস উদ্দিনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বাহুবল উপজেলা শাখার উদ্যোগে মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী-শিক্ষক ও পরিচালক অংশ নেন।
বাহুবল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সিদ্দিকুর রহমান মাসুমের সভাপতিত্বে সদস্য সচিব সালেহ আহমদ আবিদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন হবিগঞ্জ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সদস্য সচিব মিজানুর রহমান চৌধুরী, হবিগঞ্জ মাতৃচায়া কেজি অ্যান্ড হাইস্কুলের প্রতিষ্ঠাতা বন্ধু মঙ্গল রায়, সানসাইন মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের এম শামসুদ্দিন, অভিভাবক আব্দুর রকিব, শাহপরান প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক এনামূল হক শিমাল।
দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের মনি শংকর দেব, ডুবা ঐ ইন্টারন্যাশনালের কামরুল ইসলাম, রুহুল আমিন মিরপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজ, নিউ ভিসন মডেল হাইস্কুল আবু ইউসুফ, আলাউদ্দিন দি লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেন, সৃজন জুনিয়র হাইস্কুল, তোফাজ্জল হক, আইডিয়াল কিন্ডারগার্টেনসহ উপজেলার ২৪টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালকগণ।
কেকে/এএস