জয়পুরহাটের কালাইয়ে বাংলাদেশ কাব স্কাউট কালাই উপজেলা কর্তৃক আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে কুইজ, রচনা, উপস্থিত বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয়ের ৩৯টি প্রতিষ্ঠানের কাবের সদস্য ও মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউটের ৩২টি প্রতিষ্ঠানের স্কাউটের সদস্যদের নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শেষ দিন সোমবার (২৮ জুলাই) দুপুরে কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান।
এ ছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মনোয়ারুল হাসান, কালাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাশেদুল আলম, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, স্কাউট কমিশনার আব্দুল মোমিন, উপজেলা স্কাউটস সাধারণ সম্পাদক মতিউর রহমান, কালাই উপজেলার স্কাউট লিডার ফজলুর রহমান, উপজেলা স্কাউট কমিশনার (সমাজ উন্নয়ন) তৌফিকুল ইসলাম, উপজেলা কাব লিডার মোশাররফ হোসেন, জেলা স্কাউটের সহকারী কমিশনার শাপলা পারভিন, উপজেলা স্কাউটের সহযোজিত সদস্য রুহুল আমিন প্রমুখ।
রচনা, কুইজ, উপস্থিত বক্তৃতা ও চিত্রাংকন দুই বিভাগের ৪টি ক্যাটাগরিতে ২৪ জনকে পুরস্কার দেওয়া হয়। এতে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ৩৯টি এবং মাধ্যমিক বিদ্যালয়ের ৩২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। বিজয়ীদেরকে বই, দুইটি করে গাছ ও একটি সনদ দেওয়া হয়। আগামী মাসের ২ তারিখে সকল বিজয়ীরা জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
কেকে/এএম