নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ‘জুলাই পদযাত্রা’কর্মসূচির অংশ হিসেবে কালেক্টরেট মাঠে এক সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারীর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সম্পর্কে বিরূপ মন্তব্যে প্রতিবাদে নেত্রকোনার মদনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ।
রোববার (২৭ জুলাই) বিকালে বিএনপির নেতাকর্মীরা মদন উপজেলার দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ পাবলিক হল মাঠে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে সংগঠনের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বিএনপি সরকারের আমলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে জড়িয়ে ১০ ট্রাক অস্ত্রের চালান নিয়ে বিরূপ মন্তব্য করেন। এরই প্রতিবাদে লুৎফুজ্জামান বাবরের নিজ উপজেলা মদনে পৌর বিএনপি, উপজেলা বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাৎক্ষণিক এ প্রতিবাদ সমাবেশ করেন।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাবেক উপজেলার বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন আহম্মদ সেকুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদির,সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শামছুল আলম লালু, উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, পৌর যুবদলের সভাপতি শফিকুল ইসলাম শফিক, পৌর ছাত্রদলের আহব্বায়ক মাহমুদুর রহমান মিঠু প্রমুখ।
এদিকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে জড়িয়ে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটওয়ারী অপ্রাসঙ্গিক বক্তব্য দেওয়ায় মদন প্রেস ক্লাবের সভাপতি আল মাহবোব আলম ও সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল এক যুক্ত বিবৃতিতে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
কেকে/এএস