শনিবার, ২ আগস্ট ২০২৫,
১৮ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২ আগস্ট ২০২৫
শিরোনাম: গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে      গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট      ৫ আগস্টের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ : তথ্য উপদেষ্টা      যুক্তরাষ্ট্রে নতুন সম্ভাবনার হাতছানি      শেখ হাসিনার ফেরার পরিকল্পনা বানচাল      ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক      বাংলাদেশকে আলাদা কোনো শর্ত দেয়নি যুক্তরাষ্ট্র : প্রেস সচিব      
দেশজুড়ে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিএনপির বিক্ষোভ
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৮:৪৫ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা বিএনপির চারটি ইউনিয়ন কমিটি গঠনে অনিয়ম, মামলা বাণিজ্য, চাঁদাবাজি ও অবৈধ বালুমহাল পরিচালনার সাথে জড়িত বিএনপি নেতাদের শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। 

শনিবার (২৬ জুলাই) বিকাল সাড়ে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে এ বিক্ষোভ করা হয়।

এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ ও সদস্য সচিব আব্দুর রহমান শফিককে গজারিয়া উপজেলায় অবাঞ্চিত ঘোষণা করে ঘোষিত চারটি ইউনিয়ন কমিটি ভেঙে দিতে ২৪ ঘন্টা সময় বেঁধে দেন নেতাকর্মীরা।

প্রথমে মোহাম্মদ আলী প্রধান প্লাজার সামনে বিক্ষোভ সমাবেশ হয় পরে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা 
আন্দোলনকারীদের অবরোধের মুখে মহাসড়কে প্রায় চল্লিশ মিনিট যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের অনুরোধে বিকাল পাঁচটার দিকে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে কর্মসূচি সফল করতে গজারিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কয়েক হাজার নেতা কর্মী জমায়েত হয় ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায়। 

সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম ভিপি মাসুম, মুন্সীগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু, গজারিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসহাক আলী, গজারিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইদুর রহমান সাঈদ, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহমেদ সিকদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার জালাল রিমু, গজারিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন পান্নু, গজারিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান প্রমুখ।

গজারিয়া বিএনপির নেতাকর্মীরা

গজারিয়া বিএনপির নেতাকর্মীরা


গজারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহমেদ শিকদার বলেন, গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব টাকার কাছে বিক্রি হয়ে গেছেন। টাকা খেয়ে তারা অযোগ্য ও আওয়ামী লীগের লোকদের দিয়ে কমিটি দিয়েছেন। পাশাপাশি একজন সিনিয়র নেতা বালুমহালের নামে অবৈধভাবে মানুষের জমি কেটে বিএনপির মান সম্মান নষ্ট করছেন। তারেক রহমান ঘোষিত ৩১ দফা মানছেন না তিনি। আমরা উপজেলার সকল বিএনপি নেতাকর্মী একজোট হয়ে এই তিনজনকে অবাঞ্ছিত ঘোষণা করছি।

গজারিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের শাসনামলে যারা নির্যাতিত, নিপীড়িত হয়েছে তাদের কাউকেই কমিটিতে মূল্যায়ন করা হয় নাই। একটা সময় যারা আওয়ামী লীগের সাথে আঁতাত করে চলতো, আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতো তাদেরকে এ কমিটিতে মূল্যায়ন করা হয়েছে। বিতর্কিত এই কমিটির ঘোষণা নেপথ্যের কারিগর সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, আব্দুর রহমান শফিক ও মুজিবুর রহমান। এই তিনজনকে সাবধান করে দিয়ে বলছি দ্রুত কমিটি ভেঙে দিয়ে সাংগঠনিকভাবে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করেন।

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম ভিপি মাসুম বলেন, কমিটি কিভাবে ঘোষণা করতে হয় তা আমরা জানি। সাংগঠনিক কোনো নিয়ম না মেনে রাতের আঁধারে কারো বাড়ি থেকে ঘোষণা করা কমিটি আমরা মেনে নিব না। মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং সেই টাকার ভাগ পেতে যে কমিটি তা আমরা মেনে নিব না। এ কমিটি ঘোষণার নেপথ্যে যারা রয়েছেন সেই তিন নেতাকে বলছি ২৪ ঘন্টার ভিতরে ঘোষিত চারটি ইউনিয়ন কমিটি ভেঙে না দিলে আমরা আপনাদের প্রতিহত করবো। গজারিয়ার সকল বিএনপি নেতৃবৃন্দ একজোট হয়ে আপনাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আন্দোলন করবে।
 
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, বিএনপি নেতাকর্মীদের অবরোধের কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। আমরা তাদের মহাসড়ক থেকে নামিয়ে দিয়েছি, এখন যান চলাচল স্বাভাবিক কোন ঝামেলা নেই।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গজারিয়া উপজেলা বিএনপির অন্তর্গত বাউশিয়া,গজারিয়া, টেংগারচর ও বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের কাগজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় চলতি মাসের ১৫ তারিখ কমিটি অনুমোদন করা হয়েছে। গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ ও সদস্য সচিব আব্দুর রহমান শফিক কমিটিগুলো অনুমোদন করেছেন। এরপর থেকে কমিটি গঠনে অনিয়ম এবং আর্থিক লেনদেনের অভিযোগ তুলে পদ বঞ্চিত নেতাকর্মীরা।

কেকে/ এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

শালিখায় বাড়ছে পাটকাঠির কদর
গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
জামায়াতে এ দেশের স্বাধীনতা চায়নি : সুমন
সাতক্ষীরায় সাপের কামড়ে শিশুর মৃত্যু
গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট

সর্বাধিক পঠিত

‘হেফাজতের সাথে বিএনপির কোনো রাজনৈতিক সম্পর্ক নাই’
‘শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান হয়নি’
সুলতানগঞ্জকে যদি বন্দর করা যায় তাহলে করা হবে: ড. এম সাখাওয়াত
নওগাঁয় চক্ষু হাসপাতালের উদ্বোধন
‘কাঁচামিঠে ফলের ছড়া’ বইয়ের মোড়ক উন্মোচন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close