জুলাই পুনর্জাগরণে সমাজ গঠন উপলক্ষে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা বনি আমিন।
শনিবার (২৬ জুলাই) উপজেলা সমাজসেবা দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এ শপথ বাক্যগুলো পাঠ করান তিনি।
নির্বাহী কর্মকর্তা বনি আমিন বলেন,‘আমি শুদ্ধচিত্তে শপথ করছি, আমি আজ একটি মহান দায়িত্ব নিতে যাচ্ছি এটা শুধু একটা রাষ্ট্রীয় কর্তব্য নয় বরং একটি মানবিক ও নৈতিক আহ্বান। একটি যত্নশীল নতুন দেশ গড়ার অঙ্গীকার। আমি অঙ্গীকার করছি, দেশের সকলকে একসাথে নিয়ে দারিদ্র্যমুক্ত সহিংসতামুক্ত মানবিক ও সাম্যের দেশ গড়ব কারণ সরকার মানে আমি আর রাষ্ট্র মানে আমরা। দেশের সকল নাগরিককে সামাজিক সুরক্ষার চাদরে ঢেকে দিতে আমরা বদ্ধপরিকর। সেবার অভিজ্ঞতা নিশ্চিত করা সবার দায়িত্ব। আরো অঙ্গীকার করছি, নারী ও শিশু নির্যাতন দূর করে শহরে, গ্রামে মানবাধিকার নয়ায় বিচার প্রতিষ্ঠা করবো। ঘরে, রাস্তায়, কর্মস্থলে বিদ্যাপীঠে এবং সাইবার স্পেসে গড়ে তুলবো নারী ও শিশুর বিচরণ পাশাপাশি পিছিয়ে পড়া সকলকে তরুণ সমাজকে চালিকা শক্তি করে সম্প্রীতির নতুন অধ্যায় শুরু করব। দুর্নীতি, বৈষম্য, শিশু নির্যাতন আর দারিদ্র্যের অপমান থেকে মুক্ত করবো এই মাতৃভূমিকে। আজ থেকে এই আলোর যাত্রায় আমরা পরিবর্তনের অংশ হলাম।’
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা সাইমুন নেছা, শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া, শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিচুর রহমান মিলটন, শালিখা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আফসার আলী, বীর মুক্তিযোদ্ধা মুকুল রন্জন শিকদার, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুথানে নিহত শহিদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। পরে এক আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর মর্যাদা রক্ষা, মানবিক মূল্যবোধ, বৈষম্য দূরীকরণ, মানবাধিকার ও সাম্যতার দর্শন নিয়ে প্রতি গুরুত্বারোপ করেন।
কেকে/ এমএস