রাজবাড়ীর পাংশায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু সাদ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আজিম (১৫) নামের আরো এক কিশোর আহত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার মৌরাট ইউনিয়নের পূর্ববাগদুলী এলাকার কাশেম মহাজনের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত কিশোর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
নিহত আবু সাদ কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের আশুর হাট গ্রামের শহিদ বিশ্বাস ছেলে। আহত আজিম পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের পূর্ববাগদুলী গ্রামের মো. আকুব্বরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবু সাদ মোটরসাইকেল চালিয়ে পাংশার দিকে যাচ্ছিল এ সময় বিপরীত দিক থেকে আশা কিশোর আজিমের মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই মোটরসাইকেল চালক গুরুত্ব আহত হয় এবং তাদের দুই মোটরসাইকেল সামনের অংশ ভেঙে যায়।
প্রত্যক্ষদর্শী রাকিব হাসান বলেন, গুরুতর অবস্থায় দুইজনকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিয়ে গেয়ে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ফরিদপুর মেডিকেল পাঠানো হয়।
নিহত আবু সাদ এর ভাই আবু তালহা মুঠোফোনে জানান, ফরিদপুর নেওয়ার পথেই আমার ভাই মৃত্যু বরণ করেন। তবুও আমরা নিশ্চিত হওয়ার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আমার ভাইকে মৃত ঘোষণা করেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন কলেন, বিষয়টি অবগত আছি। আমরা এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেকে/এআর