রাজধানী ঢাকায় কেনাকাটা করতে দেশের নানা প্রান্ত থেকে বহু মানুষ আসেন। অনেক সময়ই দীর্ঘ ভ্রমণের পর তারা এসে দেখেন যে পছন্দের দোকান বা মার্কেট বন্ধ। এতে শুধু সময়ই নষ্ট হয় না, বরং আর্থিক ও শারীরিক কষ্টও হয়। এমন পরিস্থিতি এড়াতে দোকানপাটের ছুটির নির্দিষ্ট দিন সম্পর্কে আগে থেকেই সচেতন হওয়া জরুরি, যাতে সময় ও শ্রম দুটোই সার্থক হয়।
শনিবার (২৬ জুলাই) রাজধানীর কোন কোন এলাকার দোকান ও মার্কেট বন্ধ থাকবে। যারা এদিন ঢাকায় কেনাকাটার পরিকল্পনা করছেন, তাদের উচিত যাত্রার আগে এই তালিকা দেখে নেওয়া। সময় ও শ্রম বাঁচাতে এটি সহায়ক হবে নিঃসন্দেহে।
যেসব এলাকার দোকানপাট অর্ধদিবস বন্ধ থাকবে : বাংলাবাজার, শ্যামবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, গুলিস্তানের দক্ষিণ অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, শাঁখারী বাজার, চাঙ্খারপুল ও লক্ষ্মীবাজার।
যেসব মার্কেট অর্ধদিবস বন্ধ থাকবে : গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, আজিমপুর সুপার মার্কেট, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন ও ইসলামপুর কাপড়ের দোকান।
কেকে/এআর