বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, মাইলস্টোনের মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে ফ্যাসিস্ট সরকার আবারো অপরাজনীতির পথ বেছে নিয়েছে। গত ১৭ বছরে যারা দেশজুড়ে দুর্নীতি, দুঃশাসন, গুম-খুন চালিয়েছে, তারা এ শোকাবহ মুহূর্তে পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ষড়যন্ত্র করছে।
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাপুর গ্রামে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবর জিয়ারতকালে তিনি এসব কথা বলেন।
জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান উড়ানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে এ্যানি বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান প্রশিক্ষণের কোনো যৌক্তিকতা নেই। আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারি, এটি প্রশিক্ষণের জন্য উপযুক্ত স্থান নয়।
শিক্ষিকা মাসুকা বেগমের কবর জিয়ারত
তিনি বলেন, এ দুর্ঘটনার প্রকৃত কারণ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খুঁজে বের করে দেশবাসীর সামনে উপস্থাপন করতে হবে এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সেজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ জরুরি। কবর জিয়ারত শেষে নিহত শিক্ষিকার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহসভাপতি এ বি এম মোমিনুল হকসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।