শনিবার, ২ আগস্ট ২০২৫,
১৮ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২ আগস্ট ২০২৫
শিরোনাম: চব্বিশের স্মরণে ২৪ দফা ইশতেহার দেবে এনসিপি      রোববার শাহবাগ এলাকা এড়িয়ে চলার অনুরোধ      ৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র      জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন      গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে      গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট      ৫ আগস্টের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ : তথ্য উপদেষ্টা      
রাজনীতি
মাহেরীন চৌধুরী সমগ্র নারী সমাজের জাতীয় বীর: আফরোজা আব্বাস
মোশাররফ হোসেন, নীলফামারী
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৬:৫৮ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, ‘সমগ্র নারী সমাজের জন্য মাহেরীন চৌধুরী একজন জাতীয় বীর। তার কবর জিয়ারতের মাধ্যমে রুহের মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে এখানে এসেছি। 

শুক্রবার (২৫ জুলাই) শিক্ষিকা মাহেরীন চৌধুরীর কবর জিয়ারত করতে এসে তিনি এসব কথা বলেন।

আফরোজা আব্বাস বলেন, আমাদের দেশনেত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা এসেছি। তাদেরকে সমবেদনা জানানোর ভাষা আমাদের নেই। যারা স্বজন হারিয়েছে তারাই শুধু এটা উপলব্ধি করতে পারবে। আমরা শুধু দেখছি মাঝে মাঝে বাকরুদ্ধ হচ্ছি। ভাষা হারিয়ে ফেলছি।

তিনি বলেন,‘মাহেরীন চৌধুরী এতোগুলো বাচ্চাকে বাঁচাতে গিয়ে প্রমাণ করেছেন তিনি একজন মা, একজন শিক্ষক। এ বাচ্চার সঙ্গে তার রক্তের সম্পর্ক ছিল না, ছিল আত্মার সম্পর্ক। তিনি সবগুলো বাচ্চাকে নিজের বাচ্চা মনে করেছেন। তিনি তার পরিবার আত্মীয় স্বজন কারো কথা চিন্তা করেন নাই। আমি মনে করি শিক্ষকতা যে মহান পেশা, এ পেশাকে একটা মহানুভবতার জায়গায় পৌঁছে দিয়েছেন তিনি। সমগ্র নারী সমাজের জন্য তিনি একজন গর্বিত মা হয়ে থাকবেন।’

মাহেরীন চৌধুরীর মহানুভবতার জন্য রাষ্ট্রীয় সম্মান দেওয়া উচিত ছিল দাবি করে বলেন,‘মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাকে যে সম্মান দিয়েছেন, তারপর আরেক দেশের প্রধানমন্ত্রী দিয়েছেন। যেটা সবার আগে তার প্রাপ্য ছিল বাংলাদেশের উপদেষ্টাদের পক্ষ থেকে। প্রধান উপদেষ্টার উচিত ছিল তাকে প্রথম রাষ্ট্রীয় সম্মান দেওয়া। আমি মনে করি এটা ছিল তার প্রাপ্তি। তার প্রাপ্য সম্মান অবশ্যই দেওয়া উচিত, রাষ্ট্রীয় সম্মান তার জন্য প্রযোজ্য। আমি মনে করি অনতিবিলম্বে সরকার তাকে রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করুক।’

মাহেরীন চৌধুরীর কবর জিয়ারত

মাহেরীন চৌধুরীর কবর জিয়ারত


মাহেরীন চৌধুরী জন্য সমগ্র নারী সমাজ গর্বিত উল্লেখ করে তিনি বলেন,‘ তিনি একজন গর্বিত মা, তার কারণে গর্ব করি যে আমরাও একজন নারী। সমগ্র নারী সমাজ যেন মাহেরীন চৌধুরীর মতো দৃষ্টান্ত স্থাপন করতে পারে। আমরা সমগ্র নারী সমাজ মনে করি তিনি আমাদের হৃদয়ে আছেন, থাকবেন এবং তার আদর্শকে ধারণ করে আমরা যেন নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি।’

তিনি শিক্ষক সমাজের প্রতি বলেন,‘শিক্ষকদের বলবো তিনি যেমন শিক্ষকতার মহান পেশাকে মহিমান্বিত করেছেন শিক্ষকরা যেন সেটাকে ধারণ করেন। এই যে বাচ্চাগুলো ( মাহেরীন চৌধুরীর দুই সন্তান) আজকে এতিম হয়ে গেল বাচ্চাগুলো যেন গর্ব করে।’

মাহেরীন চৌধুরীর সঙ্গে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মীয়তার সম্পর্কের কথায় বলেন,‘সম্মান দেওয়ার মালিক মহান আল্লাহ তা’আলা। মাহেরীন চৌধুরী যদি আগে বলতেন আমি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি। তাহলে তাকে স্বৈরাচারী হাসিনার সময় অনেক অপদস্থ, অসম্মানিত হতে হতো, চাকুরিও হয়ত থাকত না। তারপরেও তাকে অনেক হেনস্তার শিকার হতে হয়েছে। তার কপালে এই যে সম্মান মহান আল্লাহ তা’আলা রেখেছিলেন জন্যই  তিনি আজকে সম্মানিত বীরের মর্যাদা পেয়েছেন।’

উল্লেখ্য, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে আফরোজা আব্বাসের নেতৃত্বে মহিলা দলের নেত্রীরা নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরী পাড়া গ্রামে পৌঁছে কবর জিয়ারত অংশ নেন। শেষে শিক্ষিকা মাহেরীনের পরিবারের খোঁজবর নিয়ে সমবেদনা জানান।

এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান, মৃত মাহেরীন চৌধুরীর স্বামী মনছুর হেলাল, বিএনপি নেতা আবু সাঈদ চৌধুরী ডিডু, নীলফামারী জেলা মহিলা দলের সভাপতি তাসমিন ফৌজিয়া ওপেল, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার, লালমনিরহাট জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট জিনাত ফেরদৌস আরা রোজি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আঞ্জু মনোয়ারা শাপলা, জলঢাকা উপজেলা মহিলা দলের সভাপতি নাসনি আক্তার ববি, সাধারণ সম্পাদক হেমা আহম্মেদ, ডিমলা উপজেলা সভাপতি নুরজাহান পারভীন, জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের জলঢাকা উপজেলার সাধারণ সম্পাদক  শাহ্ মো. রোকনুজ্জামান চৌধুরী।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  মাহেরীন চৌধুরী   নারী সমাজ   জাতীয় বীর  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নিয়ে ডিআইইউতে সেমিনার
‘শিল্পীর দূরদৃষ্টিতে ফেলনা বলতে কিছু নেই’
উখিয়ায় জামায়াতের পথসভায় জনস্রোত
বিএনপি ক্ষমতার রাজনীতি করে না: চন্দন
কাউনিয়ায় মাছ ধরতে গিয়ে শিশুর মৃত্যু

সর্বাধিক পঠিত

সালথায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন গ্রেফতার
ভেড়ামারায় মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় হতাহতের স্মরণে দোয়া ও আলোচনা সভা
মৌলভীবাজারে পৃথক দুর্ঘটনায় ২জনের মৃত্যু
চাটমোহরে ভাঙা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close