ফেনীর পরশুরাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত ঐ যুবকের নাম মিল্লাত হোসেন (২১)। এ সময় মো. আফসার (৩২) নামে অপর একজন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
তারা পৌর এলাকার বাসপদুয়া সীমান্ত এলাকায় গেলে বিএসএফ দুইজনকে লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ দুইজনের মধ্যে মিল্লাত ফেনী সদর হাসপাতালে মারা যান। তিনি পরশুরাম পৌরএলাকার বাসপদুয়া গ্রামের মো. ইউসুফ মিয়ার ছেলে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আফসার একই এলাকার এরামতের ছেলে।
পরিবারের সদস্যদের দাবি, মিল্লাত ও আফসার মাছ ধরতে বাসপদুয়া সীমান্ত এলাকায় যান। এ সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে।
নিহত মিল্লাতের মা পারভিন আক্তার বলেন, তার ছেলে মাছ ধরতে সীমান্ত এলাকায় যায়। এ সময় বিএসএফ তাদেরকে গুলি করে হত্যা করে।
ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নয়ন চন্দ্র দেবনাথ বলেন, গুলিবিদ্ধ দুজনকে রাত ২টা ২০ মিনিটে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে মিল্লাত নামের একজন আগে মারা যায়। আফসার নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কেকে/এআর