সিলেটের ওসমানীনগরে ১০ হাজার গাছ রোপণের পরিকল্পনা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৩ জুলাই) গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদ হল রুমে বিভিন্ন প্রজাতির ৮শ গাছের চারা বিতরণ করা হয়। ধারাবাহিকভাবে অন্যান্য ইউনিয়নে এসব চারা গাছ বিতরণ করা হবে।
ফলজ ও বৃক্ষ চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিন। এসময় তিনি বলেন, সিলেট জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক ওসমানীনগরে পরিবেশ সুরক্ষায় ১০ হাজার গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তারই ধারাবাহিকতায় বুধবার গোয়ালাবাজার ইউনিয়নে ৮শ গাছের চারা রোপণ করা হয়েছে। এই কর্মসূচি পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নেও বাস্তবায়ন করা হবে।
গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক রাজিব চক্রবর্তীর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব মারুতী নন্দন দাম, ইউপি সদস্য বেলাল আদমদ, আব্দুল কাইয়ুম, লেবু মিয়া, চামেলি রাণী দে, সৈয়দা রোকেয়া বেগম প্রমুখ।
কেকে/এআর