বান্দরবান জেলা বিএনপির অধীনস্থ সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বান্দরবান জেলার আহ্বায়ক সাচিংপ্রু জেরী ও সদস্য সচিব মোহাম্মদ জাবেদ রেজা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বান্দরবান জেলা বিএনপি’র অধীনস্ত সকল উপজেলা,পৌরসভা,ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষনা করা হইল।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বান্দরবান জেলার সদস্য সচিব মোহাম্মদ জাবেদ রেজা জানান, খুব দ্রুত সময়ে বান্দরবানে বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে, আর তাই কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক দলকে আরো সুসংগঠিত করার লক্ষ্যে বিগত সময়ে বিএনপি’র বান্দরবান জেলা কমিটির সভাপতি মাম্যাচিং ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ রেজার মাধ্যমে যে সকল কমিটি বান্দরবানের বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কাজ করতো তাদের কমিটি বিলুপ্ত ঘোষনা হয়েছে। সদস্য সচিব মোহাম্মদ জাবেদ রেজা আরো জানান, বিএনপি একটি সুসংগঠিত রাজনৈতিক দল আর বান্দরবানের ৭টি উপজেলায় এ দল তাদের কর্মকাণ্ড সুন্দরভাবে বাস্তবায়ন করে যাচ্ছে।
কেকে/ এমএস