শনিবার, ২ আগস্ট ২০২৫,
১৮ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২ আগস্ট ২০২৫
শিরোনাম: গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে      গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট      ৫ আগস্টের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ : তথ্য উপদেষ্টা      যুক্তরাষ্ট্রে নতুন সম্ভাবনার হাতছানি      শেখ হাসিনার ফেরার পরিকল্পনা বানচাল      ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক      বাংলাদেশকে আলাদা কোনো শর্ত দেয়নি যুক্তরাষ্ট্র : প্রেস সচিব      
দেশজুড়ে
শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধিতে জেলা প্রশাসকের শ্রদ্ধাঞ্জলি
আবেদ আলী, জলঢাকা (নীলফামারী)
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৭:৩৩ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নীলফামারী জেলা প্রশাসক ও পুলিশ সুপার। 

বুধবার (২৩ জুলাই) বেলা ১১টায় নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ি চৌধুরীপাড়ায় মাহেরীন চৌধুরীর সমাধিস্থলে গিয়ে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া করেন তারা। 

সকালে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এবং পুলিশ সুপার এ.এফ.এম তারিক হোসেন খান মাহেরীন চৌধুরীর সমাধিস্থলে উপস্থিত হন। তারা মাহেরীন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, একজন শিক্ষিকার এমন আত্মত্যাগ সমাজের জন্য অনুকরণীয়। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। 

এসময় উপস্থিত ছিলেন জলঢাকার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জায়িদ ইমরুল মোজাক্কিন, জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মো. সাজ্জাদ হোসেনসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মাহেরীন চৌধুরীর পরিবারের সদস্যরাও এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলাকালীন পাশের একটি ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান আছড়ে পড়ে। মুহূর্তেই ভবনটিতে আগুন ধরে যায়। ধোঁয়া আর আতঙ্কে চারপাশ যখন হাহাকার, তখনও শিক্ষিকা মাহেরীন চৌধুরী তার শিশু শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে ব্যস্ত ছিলেন। শিক্ষার্থীদের রক্ষায় তার এই সাহসী পদক্ষেপ ছিল এক অসাধারণ আত্মত্যাগের দৃষ্টান্ত। একপর্যায়ে তিনি নিজেই আগুনে আটকে পড়েন এবং তার শরীরের অধিকাংশ দগ্ধ হয়। গুরুতর অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। দীর্ঘক্ষণ লাইফ সাপোর্টে থাকার পর রাত ৯টা ৪৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মাহেরীন চৌধুরীর গ্রামের বাড়ি নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়িতে। তিনি স্থানীয় বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজ কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। শিক্ষাক্ষেত্রে তার অবদান এবং তার আত্মত্যাগ স্থানীয়দের কাছে তাকে এক বিশেষ সম্মানের আসনে অধিষ্ঠিত করেছে। পারিবারিক পরিচয়েও তিনি ছিলেন একজন খুবই পরিচিত মুখ। 

জানা যায়, তিনি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি ছিলেন। তার বাবা মহিতুর রহমান ছিলেন জিয়াউর রহমানের খালাতো ভাই এবং দাদি রওশানারা চৌধুরী ছিলেন জিয়াউর রহমানের খালা। তার বাবা মহিতুর রহমান চৌধুরী ও মা সাবেরা চৌধুরী দুজনেই সমাজসেবায় সক্রিয়ভাবে জড়িত ছিলেন। এ পারিবারিক ঐতিহ্য তার আত্মত্যাগের মাধ্যমে আরো উজ্জ্বল হয়ে উঠেছে।

জেলা প্রশাসন ও পুলিশের এ শ্রদ্ধা নিবেদন প্রমাণ করে যে, শিক্ষিকা মাহেরীন চৌধুরীর আত্মত্যাগ জাতীয় পর্যায়েও স্বীকৃতি পেয়েছে। এটি শুধু একটি শ্রদ্ধাঞ্জলি নয়, বরং সমাজের প্রতি তার অসামান্য অবদানের একটি স্মরণীয় প্রতীক।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  শিক্ষিকা   মাহেরীন চৌধুরী   জেলা প্রশাসক   শ্রদ্ধাঞ্জলি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

শালিখায় বাড়ছে পাটকাঠির কদর
গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
জামায়াতে এ দেশের স্বাধীনতা চায়নি : সুমন
সাতক্ষীরায় সাপের কামড়ে শিশুর মৃত্যু
গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট

সর্বাধিক পঠিত

‘হেফাজতের সাথে বিএনপির কোনো রাজনৈতিক সম্পর্ক নাই’
‘শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান হয়নি’
সুলতানগঞ্জকে যদি বন্দর করা যায় তাহলে করা হবে: ড. এম সাখাওয়াত
নওগাঁয় চক্ষু হাসপাতালের উদ্বোধন
‘কাঁচামিঠে ফলের ছড়া’ বইয়ের মোড়ক উন্মোচন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close