যশোরে বড়ো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে শারমিন (৩৫) নামে এক নারী খুন হয়েছে।
বুধবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে সদর উপজেলার সুজলপু গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নারী উপজেলার আরবপুর ইউনিয়নের সুজলপুর গ্রামের সাহারুল ইসলাম এর বাড়ির ভাড়াটিয়া শিমুল হোসেনের স্ত্রী।
অভিযুক্ত খোকন একই এলাকার কাসেম মোল্লার ছেলে।
নিহত নারীর স্বামী শিমুল হোসেন জানান, একই এলাকার বড়ো ভাই খোকনের স্ত্রী সালমার কাছে ২ হাজার টাকা পায়। বুধবার বেলা ১১টার দিকে পাওনা টাকা চাইতে শারমিন ও তার স্বামী শিমুল বড়ো ভাই খোকনের বাড়িতে যায়। পাওনা টাকা চাওয়ায় খোকনের স্ত্রী সালমা ক্ষিপ্ত হয়ে শারমিনের সাথে গোলযোগ করে। পরে খোকনকে ডেকে নিয়ে আসে। খোকন এসে ধারালো অস্ত্র দিয়ে শারমিনকে কুপিয়ে জখম করে।
পরে আমরা শারমিনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করি। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করে মর্গে পাঠান।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে।
কেকে/ এমএস