ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মদের চালানসহ মো. হাবিবুল্লাহ আল মামুন (২২) নামে এক যুবককে ধরে পুলিশে তুলে দিয়েছে জনতা।
বুধবার (২৩ জুলাই) দুপুরে ওই যুবককে আদালতে সোপর্দ করেছে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ। গ্রেফতারকৃত যুবক মামুনের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের শিমুলিয়া গ্রামে। সে ওই গ্রামের কাজিমুদ্দিনের ছেলে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিনগত রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের উপজেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যালয়ের সামনে সিএনজি থেকে নামে ওই যুবক। তার সন্দেহজনক ঘুরাফেরা ও জিজ্ঞাসাবাদে যুবককে ধরে পুলিশে দেয় উপস্থিত জনতা।
জানা গেছে,পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ থেকে রনি নামের একজন ১০ বোতল মদের একটি চালান হাবিবুল্লাহ আল-মামুনের কাছে শম্ভুগঞ্জ পাঠায়। মামুন শম্ভুগঞ্জ থেকে সিএনজি করে ঈশ্বরগঞ্জের উদয় নামের একজনকে দিতে আসে। সিএনজি থেকে নামতেই তাকে ধরে পুলিশে দেয় জনগণ।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতে জনগণের সহযোগিতায় আব্দুল্লাহ আল-মামুনকে আটক করা হয়। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। এ সময় তার কাছে থাকা ১০ বোতল বিদেশি মদের বোতল জব্দ করে থানায় একটি মামলা করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঈশ্বরগঞ্জের মানুষ অনেক সচেতন। জনগণের সহায়তায় ও পুলিশের আন্তরিক চেষ্টায় চলতি মাসে থানায় ১০টি মাদক মামলা হয়েছে।
কেকে