রাজধানীর উত্তরা দিয়াবাড়ী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধে মৃত্যুবরণকারী, শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা ও আহত শিক্ষার্থীদের সুস্থতা কামনায় রূপগঞ্জে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার হাড়ারবাড়ী পূর্বাচল ১০নং সেক্টর এলাকায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ দুলাল হোসেনের উদ্যোগে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বিএনপি নেতা মোনায়েম, জজ মিয়াসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় কেন্দ্রীয় যুবদল নেতা দুলাল হোসেন শিক্ষার্থী নিহতের ঘটনার গভীর শোক জানিয়ে বলেন, রাজধানীর মতো জনবহুল এলাকার আকাশে কোনো প্রশিক্ষণ বিমান উড়তে দেওয়ার দায় সংশ্লিষ্ট বিভাগকে নিতে হবে।
এসব প্রশিক্ষণের জন্যে সমুদ্র তীর, নদীর চর ও পুরনো বিমানবন্দরগুলো সচল করার আহ্বান করেন তিনি।
কেকে/এএস