জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট চরম আকার ধারণ করেছে, ফলে স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
৫০ শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সে ২৬টি চিকিৎসক পদের মধ্যে ২২টি পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে রয়েছে। বর্তমানে শুধু ৪ জন চিকিৎসক কর্মরত, এর মধ্যে ৩ জন মেডিকেল অফিসার এবং ১ জন ডেন্টাল সার্জন। জরুরি বিভাগ, বহির্বিভাগ ও অন্তঃবিভাগে সেবা দিতে কষ্টসাধ্য হয়ে পড়েছে তাদের। ফলে রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং অনেকেই অন্যান্য হাসপাতালে চিকিৎসার জন্য যেতে বাধ্য হচ্ছেন।
এ নিয়ে আজ সোমবার (২১ জুলাই) আক্কেলপুরবাসী ব্যানারে, হাসপাতালের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিভিন্ন লিখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে মানববন্ধন থেকে তারা হাসপাতালের বিভিন্ন অনিয়ম, ডাক্তার সংকট দ্রুত নিরশন করার দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন, রফিকুল ইসলাম চপল, আরমান হোসেন কানন, রিপন হোসেন, মিলন চৌধুরী, নাফিজ নেওয়াজ রমিম, সম্রাট হোসেন প্রমুখ।
১৯৭২ সালে প্রতিষ্ঠিত আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ২০০৪ সালে ৫০ শয্যায় উন্নীত হয় এবং বর্তমানে আক্কেলপুর উপজেলার ২ লাখেরও বেশি মানুষের চিকিৎসার প্রধান ভরসা। পাশাপাশি নওগাঁর বদলগাছী উপজেলা থেকেও এখানে রোগীরা আসেন। তবে, চিকিৎসক সংকটের কারণে হাসপাতালের সেবা পরিস্থিতি চরম খারাপ হয়ে পড়েছে। হাসপাতালের জরুরি বিভাগে ৩ জন চিকিৎসক থাকলেও, অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগে চিকিৎসক পদ খালি থাকার কারণে রোগীরা সঠিক সেবা পাচ্ছেন না।
হাসপাতাল বহির্বিভাগে চিকিৎসার জন্য অপেক্ষমাণ এক রোগী জানান, “সকাল ৯টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। এখন দুপুর হয়ে গেল, এখনো ডাক আসেনি। ডাক্তারই নেই ঠিকমতো, কাকে দেখাবো?”
এ বিষয়ে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু শফি মাহমুদ বলেন, ‘চিকিৎসক সংকটের কারণে সেবা দিতে অনেক সমস্যা হচ্ছে। আমরা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে চিঠি পাঠিয়েছি, আশা করছি দ্রুত সকল সমস্যা সমাধান হবে। চিকিৎসক সংকট দূর হলে রোগীরা ভালো সেবা পাবে।’
কেকে/এআর