আওয়ামী লীগ ও বিএনপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। আওয়ামী লীগকে ‘শাহী চাঁদাবাজ’ আর বিএনপিকে ‘ছেঁচড়া চাঁদাবাজ’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘একদল হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করে, আরেক দল টেম্পুস্ট্যান্ড, মুচি-ঋষিদের কাছে গিয়ে চাঁদা তোলে।’
রোববার (২০ জুলাই) বিকালে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জেলা শাখা আয়োজিত সমাবেশে এসব মন্তব্য করেন তিনি।
চরমোনাই পীর বলেন, ‘অনেকেই আমাকে জিজ্ঞেস করে, হুজুর আওয়ামী লীগও চাঁদাবাজ, বিএনপিও চাঁদাবাজ। তাহলে পার্থক্য কোথায়? আমি বলি, একটা হলো ছেঁচড়া চাঁদাবাজ, আরেকটা শাহী চাঁদাবাজ। আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করে, তারা শাহী চাঁদাবাজ। আরেক দল আছে যারা মুচি, ঋষি, টেম্পুস্ট্যান্ড থেকে চাঁদা তোলে তারা ছেঁচড়া চাঁদাবাজ।
বক্তব্যে ফয়জুল করীম ভারতের সমালোচনা করে বলেন, বাংলাদেশ-ভারতের পার্থক্য কাঁটাতারের নয়, আদর্শের। ভারত যদি আমাদের ইসলামী আদর্শ নষ্ট করতে পারে, তাহলে কিছু চাটুকার ও দালাল দিয়ে সিকিমের মতো এই দেশকেও একদিন গিলে ফেলবে। কাশ্মীর, হায়দরাবাদ একসময় স্বাধীন ছিল, এখন ভারতের দখলে। আজ তারা এমন মানচিত্র প্রকাশ করেছে যেখানে বাংলাদেশকে ভারতের ভেতরে দেখানো হয়েছে।”
তিনি আরো বলেন, ‘দুই নম্বর নেতার হাতে দেশ কখনো এক নাম্বার হতে পারে না। দেশের স্বাধীনতা ও আত্মমর্যাদা আজ গভীর হুমকির মুখে।’
নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘জীবনে বহুবার নৌকা, লাঙ্গল, ধানের শীষকে পরীক্ষা করেছেন। আসুন, এবার একবার হাতপাখাকে সুযোগ দিন। যারা বারবার পরীক্ষায় ফেল করেছে, তাদেরকে আর বারবার চান্স দেওয়া কেন? আমরা যদি একবার ফেল করি, পরের বার আর আসবো না।’
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার নেতা মো. রবিউল ইসলাম শাহীন। প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী এবং কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা আলমগীর হোসাইন তালুকদার।
এছাড়াও কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মী সমাবেশে অংশগ্রহণ করেন। বক্তারা সবাই দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।
কেকে/এজে