মুন্সীগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে তিনটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নপূর্বক কারখানা তিনটি এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়েছে তিতাস।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রোববার (২০ জুলাই) সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে টানা অভিযান। অভিযানে বাউশিয়া পাখির মোড়, চর বাউশিয়া পশ্চিমকান্দি ও টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তা এলাকার ৩টি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নপূর্বক কারখানা তিনটি এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানে নির্বাহী ম্যজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ শাখা এবং ভিপি সেল) ওমর শরীফ ফাহাদ। অভিযান শেষে তিনি বলেন, ‘অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে পরিচালিত কারখানার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। চলমান কার্যক্রমের অংশ হিসেবে আজ গজারিয়া উপজেলার পৃথক তিনটি স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩টি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।’
এবিষয়ে তিতাস গ্যাস সোনারগাঁ মেঘনা ঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন, গত কয়েক মাস ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ এবং মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে আমাদের অভিযান চলমান রয়েছে। আজকে অভিযানে বাউশিয়া পাখির মোড়, চর বাউশিয়া পশ্চিমকান্দি ও ভাটেরচর নতুন রাস্তা এলাকায় গড়ে তুলা ৩টি অবৈধ চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এস্কেভেটর দিয়ে কারখানাগুলো গুঁড়িয়ে দেয়া হয় এবং চুল্লিগুলো ধ্বংস করা হয়।
তিনি আরো জানান, এসময় কাউকে আটক করা যায়নি, তিতাস কর্তৃপক্ষের উপস্থিতি টের পেয়ে কৌশলে অপরাধীরা পালিয়ে যায়। আমাদের অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সার্বিক সহযোগিতায় ছিলেন গজারিয়া থানা পুলিশ ও গজারিয়া ফায়ার সার্ভিস।
কেকে/এজে