প্রকৌশলীদের অধিকারের দাবিতে মানববন্ধন করেছে রুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (২০ জুলাই) বেলা ১২টায় নগরীর হেতেমখাঁ নেসকো অফিসের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা বলেন, আমরা দীর্ঘ দিন থেকে বৈষম্যের শিকার হচ্ছি আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্যই আজকের কর্মসূচি।
দাবিসমূহ:
সহকারী প্রকৌশলী (৭ম গ্রেড) পদের নিয়োগ সরাসরি পরীক্ষার মাধ্যমে হতে হবে; কোনো প্রমোশনাল কোটা থাকবে না।
উপ-সহকারী প্রকৌশলী (৮ম গ্রেড) পদের জন্য সকল ধরণের ডিপ্লোমা কোটা বাদ দিয়ে সকল ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত করতে হবে।
বর্তমানে নেসকোতে AE তে ৩৩% এর উপরে প্রমোশন নিয়ে কর্মরত চাকরিজীবীদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নিতে হবে।
দাবিগুলো গুরুত্ব সাথে মূল্যায়ন করুন নয়তো পরবর্তী সময়ে আমরা ব্যাপক হারে আন্দোলন গড়ে তুলবো।
কেকে/ এমএস