নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হরতালে ডাক ও এনসিপি নেতৃবৃন্দের কক্সবাজারে বিএনপি নেতার বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে সোনাগাজীতে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ জুলাই) বিক্ষোভ মিছিল সোনাগাজী পৌরসভার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্ট এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সোহাগ নূর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের উদ্দেশ্য করে বলেন, আমাদের হৃদয়ের স্পন্দন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির মেম্বার সালাউদ্দিন আহমেদকে নিয়ে কক্সবাজারে কটুক্তিমূলক বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে আগামীকালের পদযাত্রায় ফেনীতে প্রবেশ করতে দেয়া হবে না।
এসময় উপস্থিত ছিলেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম রিংকু, মতিগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বেল্লাল হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রদলের নেতৃবৃন্দ।
কেকে/ এমএস