পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য এলাকায় গুণগত শিক্ষা, আর্থ সামাজিক ও টেকসই উন্নয়নে কাজ করছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়। পার্বত্য এলাকার মধ্যে বান্দরবান পার্বত্য জেলা অনেক পিছিঁয়ে রয়েছে আর তার জন্য সার্বিক উন্নয়নে কাজ করছে এ মন্ত্রণালয়।
রোববার (২০ জুলাই) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে জেলার বিভিন্ন কৃষক ও নারীদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে বিভিন্ন ফলদ ও বনজ চারা, গবাদি পশু, সেলাই মেশিন এবং গর্ভবতী/প্রসূতি মহিলা ও নবজাতক শিশুদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এ মন্তব্য করেন।
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরো বলেন, সরকারের কাছ থেকে যা বরাদ্দ প্রয়োজন আমরা খুঁজে আনব, তবে গুণগত শিক্ষা, আর্থ সামাজিক ও টেকসই উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ সময় তিনি প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়নের জন্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ ও তার সঠিক বাস্তবায়ন করার জন্য চেয়ারম্যান ও সদস্যদের আহ্বান জানান।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক পার্বত্য এলাকার শান্তি শৃঙ্খলা উন্নয়নে আর এর মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে।
সভাপতির বক্তব্যে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বান্দরবান পার্বত্যবাসীর উন্নয়নের জন্য পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার অক্লান্ত পরিশ্রমের কথা উল্লেখ করে বলেন, উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর পার্বত্য এলাকার প্রচুর উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন হচ্ছে আর যার ফলে বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী আগের চেয়ে উপকৃত হচ্ছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পরিষদের সদস্যরা এবং উপকারভোগীরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বান্দরবান সদরের ৪৮২ জন কৃষক ও নারীদের আর্থ অবস্থার সামাজিক উন্নয়নে বিভিন্ন ফলদ ও বনজ চারা, গবাদি পশু, সেলাই মেশিন এবং গর্ভবতী/প্রসূতি মহিলা ও নবজাতক শিশুদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে অনুদান বিতরণ করা হয়।
কেকে/এএম