শনিবার, ২ আগস্ট ২০২৫,
১৮ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২ আগস্ট ২০২৫
শিরোনাম: গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে      গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট      ৫ আগস্টের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ : তথ্য উপদেষ্টা      যুক্তরাষ্ট্রে নতুন সম্ভাবনার হাতছানি      শেখ হাসিনার ফেরার পরিকল্পনা বানচাল      ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক      বাংলাদেশকে আলাদা কোনো শর্ত দেয়নি যুক্তরাষ্ট্র : প্রেস সচিব      
দেশজুড়ে
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
পার্বত্য এলাকার উন্নয়নে কাজ করছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়
কৌশিক দাশ, বান্দরবান
প্রকাশ: রোববার, ২০ জুলাই, ২০২৫, ৪:৩৪ পিএম আপডেট: ২০.০৭.২০২৫ ৪:৪০ পিএম

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য এলাকায় গুণগত শিক্ষা, আর্থ সামাজিক ও টেকসই উন্নয়নে কাজ করছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়। পার্বত্য এলাকার মধ্যে বান্দরবান পার্বত্য জেলা অনেক পিছিঁয়ে রয়েছে আর তার জন্য সার্বিক উন্নয়নে কাজ করছে এ মন্ত্রণালয়।

রোববার (২০ জুলাই) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে জেলার বিভিন্ন কৃষক ও নারীদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে বিভিন্ন ফলদ ও বনজ চারা, গবাদি পশু, সেলাই মেশিন এবং গর্ভবতী/প্রসূতি মহিলা ও নবজাতক শিশুদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এ মন্তব্য করেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরো বলেন, সরকারের কাছ থেকে যা বরাদ্দ প্রয়োজন আমরা খুঁজে আনব, তবে গুণগত শিক্ষা, আর্থ সামাজিক ও টেকসই উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ সময় তিনি প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়নের জন্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ ও তার সঠিক বাস্তবায়ন করার জন্য চেয়ারম্যান ও সদস্যদের আহ্বান জানান।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক পার্বত্য এলাকার শান্তি শৃঙ্খলা উন্নয়নে আর এর মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে।

সভাপতির বক্তব্যে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বান্দরবান পার্বত্যবাসীর উন্নয়নের জন্য পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার অক্লান্ত পরিশ্রমের কথা উল্লেখ করে বলেন, উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর পার্বত্য এলাকার প্রচুর উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন হচ্ছে আর যার ফলে বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী আগের চেয়ে উপকৃত হচ্ছে। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পরিষদের সদস্যরা এবং উপকারভোগীরা।
 
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বান্দরবান সদরের ৪৮২ জন কৃষক ও নারীদের আর্থ অবস্থার সামাজিক উন্নয়নে বিভিন্ন ফলদ ও বনজ চারা, গবাদি পশু, সেলাই মেশিন এবং গর্ভবতী/প্রসূতি মহিলা ও নবজাতক শিশুদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে অনুদান বিতরণ করা হয়।

কেকে/এএম
আরও সংবাদ   বিষয়:  উন্নয়ন   পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

শালিখায় বাড়ছে পাটকাঠির কদর
গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
জামায়াতে এ দেশের স্বাধীনতা চায়নি : সুমন
সাতক্ষীরায় সাপের কামড়ে শিশুর মৃত্যু
গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট

সর্বাধিক পঠিত

‘হেফাজতের সাথে বিএনপির কোনো রাজনৈতিক সম্পর্ক নাই’
‘শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান হয়নি’
সুলতানগঞ্জকে যদি বন্দর করা যায় তাহলে করা হবে: ড. এম সাখাওয়াত
নওগাঁয় চক্ষু হাসপাতালের উদ্বোধন
‘কাঁচামিঠে ফলের ছড়া’ বইয়ের মোড়ক উন্মোচন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close