কুমিল্লায় কন্টেইনার উল্টে যানজট, ৪ ঘণ্টা পর স্বাভাবিক
আল-আমিন কিবরিয়া, কুমিল্লা
প্রকাশ: রোববার, ২০ জুলাই, ২০২৫, ১১:৩৮ এএম আপডেট: ২০.০৭.২০২৫ ৪:১৭ পিএম

ছবি : প্রতিনিধি
কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কে একটি কন্টেইনার ট্রেলার উল্টে সড়কের ১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে কুমিল্লার দেবিদ্বার মডেল মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পারভেজ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের কাছে সকাল ৬ টা ৪৫ মিনিটের দিকে খবর আসে। কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বারে একটি দুর্ঘটনা হয়েছে। আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে চলে আসি। এসে দেখি এ কন্টেইনার ট্রেলার উল্টে আছে। এটি উদ্ধারের জন্য আমরা একটি ক্রেন নিয়ে এসেও কন্টেইনাটি সড়ক থেকে সরাতে পারিনি। পরে আরেকটি আনা হয়েছে। সাড়ে ১০ দিকে এ কন্টেইনার উঠিয়ে সড়কের মাঝে রেখে হয়েছে। দু'পাশে আটকে থাকে গাড়িগুলো চলাচল কিছুটা স্বাভাবিক হলে আমরা বাকি কাজ সম্পন্ন করব।
ঘটনার প্রত্যক্ষদর্শিরা বলেন, কন্টেইনারে চালক সকাল সাড়ে ছয়টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা হয়। আমরা সড়কে যানজট দেখে এগিয়ে এসে দেখিয়ে দুর্ঘটনা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। কন্টেইনারটি উঠিয়ে সড়কের মাঝে রাখতে অনেকক্ষণ সময় লেগেছে। দুর্ঘটনার পর চার ঘণ্টায় সড়কের যানজট ছড়িয়েছে ১৫ কিলোমিটার এলাকা।
কেকে/এআর