বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।
বাংলাদেশ সময় শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় লন্ডনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
১ঘণ্টা ১০ মিনিটব্যাপী এ বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সাংগঠনিক কার্যক্রম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এবং আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির কূটনৈতিক ভূমিকা নিয়ে আলোচনা হয়।
এ সময় এম নাসের রহমান মৌলভীবাজার জেলা বিএনপির অগ্রগতি, মাঠ পর্যায়ের কর্মীদের ভূমিকা ও চ্যালেঞ্জ তুলে ধরে বলেন, তৃণমূলে নেতাকর্মীদের মধ্যে আত্মবিশ্বাস ফিরেছে, জনগণের প্রত্যাশাও দিন দিন স্পষ্ট হচ্ছে।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূলকে আরো সংগঠিত ও গতিশীল করার নির্দেশনা দেন। পাশাপাশি প্রবাসে অবস্থানরত নেতাকর্মীদের সমন্বয়ে আন্তর্জাতিক পরিসরে বিএনপির উপস্থিতি ও কার্যক্রম জোরদারে গুরুত্বারোপ করেন।
কেকে/ এমএস