নতুন বাংলাদেশ নিয়ে আমাদের যে আশা ছিল সেভাবে কোনো কিছুই পূর্ণ হয়নি বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শালিখা উপজেলা শাখার মুখপাত্র জুলাই যোদ্ধা আশিক। তিনি বলেন, দেশে যে রাজনৈতিক অস্থিরতা চলছে তা কখনোই কাম্য নয়।
শালিখা উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহিদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন সভা কক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে নতুন বাংলাদেশে জুলাই যোদ্ধাদের আশা প্রত্যাশা নিয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, চাকরির ক্ষেত্রে আমাদের আশা ছিল যে, কোটা ব্যবস্থা দূর করার জন্য আন্দোলন করেছি ওই ব্যবস্থা পুরোটাই বাতিল করা। কিন্তু তা ফিরিয়ে আনার যে চেষ্টা চলছে তা কোনোভাবেই কাম্য নয়। আমরা চাই চাকরির ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা। এখানে কোনো দুর্নীতি, অনিয়ম যেন না হয়—আমরা সেইটা চাই।
আশিক আরো বলেন, নতুন বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে তা আমরা কখনোই আশা করিনি। উচিত ছিল রাজনৈতিক দলগুলো একসাথে বসে দেশের জন্য সিদ্ধান্ত নেওয়া। কিন্তু তা না করে, তারা সিদ্ধান্ত নিচ্ছে ব্যক্তির জন্য। ফলে দেশে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে—যা আমরা কখনোই আশা করিনি।
এ সময় উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা বনি আমিন, শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুন্সি আনিচুর রহমান মিল্টন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শালিখা উপজেলা শাখার আমির অধ্যাপক আফসার আলী, বাংলাদেশ ইসলামী আন্দোলন শালিখা উপজেলা শাখার সভাপতি ওসমান গনি সাইফি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হাসনাতসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান চাঁদ, শালিখা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাগুরা জেলা কমিটির সদস্য তমিম শিকদার, শালিখা উপজেলা শাখার সভাপতি নাঈম মুন্সী, মুখপাত্র আশিক, জ্যেষ্ঠ সদস্য সচিব সুমন মোল্যা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শালিখা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক নাজমুল, মূখ্য সংগঠক আবির ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, অনুষ্ঠানের শেষ পর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে সকল যোদ্ধা শহিদ হয়, তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী আন্দোলন শালিখা উপজেলা শাখার সভাপতি মুফতি ওসমান গণি সাইফী।
কেকে/এজে