মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নে জুলাই শহিদ দিবস উদ্যাপন উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টায় হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের আয়োজনে পবিত্র কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে দোয়া ও আলোচনা সভা শুরু হয়।
ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান দেওয়ানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য বাবু হাওলাদার, হাসাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ইমরান বিন ইলিয়াস, বিএনপি নেতা কালু বেপারী, সাবেক ইউপি সদস্য ইব্রাহিম ঢালি, আফজাল মেলকার, বিশিষ্ট ব্যবসায়ী দিন ইসলাম দেওয়ান প্রমুখ।
কেকে/এএস