সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মো. মফিদুল আলম খান।
এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোর্শেদ আযমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোস্তাক হোসেন, রাজু পারভেজ, সদস্য সচিব শিহাবুজ্জামান চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, ‘প্রশাসনের নির্লিপ্ততায় দেশে একের পর এক সহিংসতা, হামলা ও গুম-খুনের ঘটনা ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে’।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোখলেছুর রহমান, সদস্য সচিব মোহাম্মদ আলী, ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান প্রমুখ।
কেকে/ এমএস