গজারিয়ায় দুটি অবৈধ চুনা কারখানায় তিতাসের অভিযান
গজারিয়া ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৭:৩২ পিএম

ছবি : প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে পরিচালিত দুটি চুনা কারখানার গ্যাস বিচ্ছিন্ন পূর্বক কারখানা দুটি এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। কারখানার দুটিতে প্রতি মাসে ৭৫ লক্ষাধিক টাকার গ্যাস ব্যবহার করা হতো বলে জানিয়েছে তিতাস।
মঙ্গলবার (১৫ জুলাই ) সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত চলে অভিযান। সকালে অভিযানের শুরুতে মানাবে ওয়াটার পার্কের বিপরীত পাশে পুরান বাউশিয়া এলাকায় একটি অবৈধ চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্নপূর্বক কারখানাটি এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। বিকালে বাউশিয়া মধ্যমকান্দি এলাকায় বাগানের ভেতর নির্মাণ করা একটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন পূর্বক কারখানাটি এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেয় তিতাস।
অভিযানে নির্বাহী ম্যজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব হাছিবুর রহমান। অভিযান শেষে তিনি বলেন, ‘গ্যাস রাষ্ট্রীয় সম্পদ যা অবৈধভাবে বা চুরি করে ব্যবহার করা অপরাধ। আজ আমরা গজারিয়া উপজেলার দুটি এলাকায় অভিযান চালাই। অভিযানে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে পরিচালিত দুটি কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।’
তিতাস গ্যাস সোনারগাঁ মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন, ‘অবৈধ চুনা কারখানা দুটিতে ১৫টি চুল্লি ছিলো। এক একটি চুল্লি প্রতিমাসে পাঁচ লক্ষাধিক টাকার গ্যাস ব্যবহার করে সে হিসেবে ৭৫ লক্ষাধিক টাকার গ্যাস কারখানা দুটিতে ব্যবহার করা হতো। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। আমাদের অভিযান চলমান রয়েছে সামনে তা আরো জোরদার করা হবে।’
অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে গজারিয়া থানা পুলিশ।
কেকে/ এমএস