শনিবার, ২ আগস্ট ২০২৫,
১৮ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২ আগস্ট ২০২৫
শিরোনাম: ৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র      জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন      গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে      গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট      ৫ আগস্টের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ : তথ্য উপদেষ্টা      যুক্তরাষ্ট্রে নতুন সম্ভাবনার হাতছানি      শেখ হাসিনার ফেরার পরিকল্পনা বানচাল      
দেশজুড়ে
খানসামায় পাটখেতে ব্যবসায়ীর লাশ উদ্ধার
ফারুক আহম্মেদ খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৭:০৫ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও গ্রামে একটি পাটখেত থেকে দেলোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। 

নিহত দেলোয়ার হোসেন মারগাঁও গ্রামের মৃত ছলেমান আলীর ছেলে। তিনি পেশায় একজন ভুট্টা (পপকর্ন) ব্যবসায়ী ছিলেন।
 
পরিবারের সদস্যরা জানান, সোমবার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে দেলোয়ার হোসেন প্রতিদিনের মতো ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হন। রাত ৯টা ২৩ মিনিটে সর্বশেষ মোবাইলে পরিবারের সঙ্গে কথা বলেন। এরপর রাত সাড়ে ১০টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি আর বাড়ি ফেরেননি।
 
পরদিন মঙ্গলবার সকাল আনুমানিক ৫টার দিকে একই গ্রামের কৃষক আব্দুল বাকী পাটখেতে পাট কাটতে গিয়ে পাটক্ষেতে কাদাযুক্ত অবস্থায় দেলোয়ার হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে তিনি স্থানীয়দের খবর দেন। পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন।

খবর পেয়ে খানসামা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 
নিহতের জামাতা রেজাউল করিম বলেন,আমার শ্বশুরের কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। তবে ব্যবসায়িক লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরেই কিছু সমস্যার কথা বলে আসছিলেন। আমরা মনে করি, পরিকল্পিতভাবেই তাকে হত্যা করা হয়েছে। 
 
এ ঘটনায় নিহতের জামাতা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে খানসামা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
 
এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
 
কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জুলাই পুনর্জাগরণে কুলিয়ারচরে ‘মা সমাবেশ’
সালথায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন গ্রেফতার
৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র
বৈরী আবহাওয়ায় মাছ শিকারে যেতে পারছে না জেলেরা
জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন

সর্বাধিক পঠিত

‘হেফাজতের সাথে বিএনপির কোনো রাজনৈতিক সম্পর্ক নাই’
‘শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান হয়নি’
‘কাঁচামিঠে ফলের ছড়া’ বইয়ের মোড়ক উন্মোচন
একমণ চালের দামেও মিলছে না এক কেজি ইলিশ
শেখ হাসিনার ফেরার পরিকল্পনা বানচাল

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close