দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও গ্রামে একটি পাটখেত থেকে দেলোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।
নিহত দেলোয়ার হোসেন মারগাঁও গ্রামের মৃত ছলেমান আলীর ছেলে। তিনি পেশায় একজন ভুট্টা (পপকর্ন) ব্যবসায়ী ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, সোমবার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে দেলোয়ার হোসেন প্রতিদিনের মতো ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হন। রাত ৯টা ২৩ মিনিটে সর্বশেষ মোবাইলে পরিবারের সঙ্গে কথা বলেন। এরপর রাত সাড়ে ১০টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি আর বাড়ি ফেরেননি।
পরদিন মঙ্গলবার সকাল আনুমানিক ৫টার দিকে একই গ্রামের কৃষক আব্দুল বাকী পাটখেতে পাট কাটতে গিয়ে পাটক্ষেতে কাদাযুক্ত অবস্থায় দেলোয়ার হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে তিনি স্থানীয়দের খবর দেন। পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন।
খবর পেয়ে খানসামা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহতের জামাতা রেজাউল করিম বলেন,আমার শ্বশুরের কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। তবে ব্যবসায়িক লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরেই কিছু সমস্যার কথা বলে আসছিলেন। আমরা মনে করি, পরিকল্পিতভাবেই তাকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় নিহতের জামাতা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে খানসামা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কেকে/এএম