শনিবার, ২ আগস্ট ২০২৫,
১৮ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২ আগস্ট ২০২৫
শিরোনাম: ৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র      জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন      গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে      গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট      ৫ আগস্টের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ : তথ্য উপদেষ্টা      যুক্তরাষ্ট্রে নতুন সম্ভাবনার হাতছানি      শেখ হাসিনার ফেরার পরিকল্পনা বানচাল      
দেশজুড়ে
ময়মনসিংহে মা ও ২ সন্তানকে গলা কেটে হত্যা
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৯:৪৭ পিএম আপডেট: ১৪.০৭.২০২৫ ১০:৪৫ পিএম

ময়মনসিংহের ভালুকায় মা ও তার দুই সন্তানকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ময়মনসিংহের ভালুকা উপজেলার খারুয়ালী গ্রামে।

সোমবার (১৪ জুলাই) সকালে ভালুকা পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি রোডের একটি বাসায় ঘটেছে এ নির্মম ঘটনা। সন্দেহভাজন গৃহবধূর দেবর নজরুল ইসলাম পলাতক রয়েছে। তার ব্যবহৃত কক্ষে খাটের নীচ থেকে উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা।

ঘটনার দিন সকাল ৯টার দিকে নাইট শিফট শেষে বাসায় ফেরেন নিহত ময়না বেগমের স্বামী রফিকুল ইসলাম। বাসার মূল গেট ও বারান্দার গ্রিল তালাবদ্ধ দেখতে পেয়ে তিনি সন্দেহ করেন। তালা ভেঙে ঘরে ঢুকেই স্তম্ভিত হয়ে পড়েন। চোখের সামনে বিছানায় রক্তাক্ত অবস্থায় সারিবদ্ধভাবে শুয়ে আছে তার স্ত্রী ময়না বেগম (২৫), ৭ বছরের মেয়ে রাইসা আক্তার এবং ২ বছরের ছোট ছেলে নীরব। তিনজনই গলাকাটা অবস্থায় পড়ে ছিল।

অশ্রুসিক্ত কণ্ঠে রফিকুল বলেন, আমি নাইট ডিউটি শেষে সকালে বাসায় ফিরে এসে দেখি বারান্দায় ভেতর দিয়ে তালা লাগানো। পরে ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় তালা ভেঙে ভেতরে ঢুকে দেখি আমার পৃথিবীটাই শেষ হয়ে গেছে। আমার ভাই নজরুল আমার স্ত্রী-সন্তানদের মেরে ফেলেছে। কিন্তু কেন, আমি কিছুই বুঝতে পারছি না।

পুলিশ জানিয়েছে, নজরুল ইসলাম গাজীপুর জেলার জয়দেবপুর এলাকায় একটি হত্যা মামলার আসামি। দুই বছরের বেশি কারাভোগ শেষে আড়াই মাস আগে জামিনে মুক্তি পায় সে। এরপর বড় ভাইয়ের সঙ্গে ভালুকার এই ভাড়া বাসায় থাকতে শুরু করে এবং অটোরিকশা চালাতো।

স্থানীয়রা জানান, পরিবারটি খুবই সাধারণ। কোনোদিন উচ্চস্বরে ঝগড়াঝাঁটিও শোনা যায়নি। কী কারণে এমন ভয়ংকর কাণ্ড ঘটল, সেটি কেউই বুঝে উঠতে পারছেন না।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) মনতোষ বিশ্বাস জানান, মা ও দুই শিশুকে গলাকেটে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি পারিবারিক কলহ থেকে এই ঘটনা ঘটতে পারে। নজরুল ইসলাম ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চলছে।

তিনটি প্রাণ এমন নিষ্ঠুরভাবে কেড়ে নেওয়ার ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পাশের বাসার এক বাসিন্দা বলেন, রাইসা প্রতিদিন উঠানে খেলতো, খালি পায়েই দৌড়াতো। এখন ওদের নেই দেখে চোখে পানি আটকে রাখতে পারি না।

অমানবিক এই ঘটনা যেন গোটা সমাজের বিবেককে নাড়িয়ে দিয়েছে। বারবার প্রশ্ন উঠে আসছে একটি মানুষ কতটা হিংস্র হলে নিজের ভাইয়ে বউ ও দুটি শিশুকে জবাই করে হত্যা করতে পারে?

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের একাধিক টিম নজরুল ইসলামকে গ্রেফতারের জন্য মাঠে কাজ করছে। এলাকাবাসী এবং নিহতের আত্মীয়স্বজন ঘাতকের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সালথায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন গ্রেফতার
৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র
বৈরী আবহাওয়ায় মাছ শিকারে যেতে পারছে না জেলেরা
জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন
শালিখায় বাড়ছে পাটকাঠির কদর

সর্বাধিক পঠিত

‘হেফাজতের সাথে বিএনপির কোনো রাজনৈতিক সম্পর্ক নাই’
‘শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান হয়নি’
সুলতানগঞ্জকে যদি বন্দর করা যায় তাহলে করা হবে: ড. এম সাখাওয়াত
‘কাঁচামিঠে ফলের ছড়া’ বইয়ের মোড়ক উন্মোচন
একমণ চালের দামেও মিলছে না এক কেজি ইলিশ

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close