সারা দেশে চাঁদাবাজি, মাদক, সন্ত্রাসী কার্যক্রম ও সহিংসতা বন্ধের দাবিতে শ্রীমঙ্গলে মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ জুলাই) বিকাল ৪টায় উপজেলার চৌমুহনা চত্বরে সাধারণ ছাত্র-জনতার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
বক্তব্য দেন, এনসিপির মৌলভীবাজার জেলা সমন্বয় কমিটির সমন্বয়ক নিলয় রশিদ তন্ময়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোজাহিদুল ইসলাম, আবু সুফিয়া রায়হান, শ্রীমঙ্গল ইসলামী ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক মাহমুদুল হাসান নাঈম, শ্রীমঙ্গল উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক মো. শায়েল আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, যে জুলাই বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগের পরাজয় হয়েছিল, যদি কেউ সন্ত্রাসি ও চাঁদাবাজ হয়ে উঠতে চায়, তাহলে বাংলাদেশে আবারও জুলাই আসবে।
কেকে/এএস